Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কারফিউ শিথিলের দ্বিতীয় দিন: স্বস্তি ফিরেছে জনমনে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৫, ২০২৪, ০৭:২৪ পিএম


কারফিউ শিথিলের দ্বিতীয় দিন: স্বস্তি ফিরেছে জনমনে

কারফিউ শিথিলের দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। আজ অফিস-আদালত খোলা থাকায় রাজধানীর অধিকাংশ সড়কে যানবাহনের পরিমাণ বেড়েছিল। বিশেষ করে অফিস টাইম শুরু এবং শেষ হওয়ার পর যানজটের পরিমাণ অনেক বেড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

বৃহস্পতিবার রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকা ঘুরে লক্ষ্য করা গেছে যানজট।

ঘোষণা অনুযায়ী, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। বিকাল ৩টার মধ্যেই অধিকাংশ সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম শেষ হয়েছে। অফিস শেষে কারফিউ শুরুর পূর্বে বাড়ি ফিরতে তাড়া ছিল অনেকেরই।

বেসরকারি চাকরিজীবী মোস্তফা কাইয়ুম পল্টন থেকে বাসাবো যাবেন। তিনি আমার সংবাদকে বলেন, ভেবেছিলাম কারফিউ শুরু হওয়ার আগেই বাসায় পৌঁছাব। কিন্তু এখন রাস্তার অবস্থা দেখে সেটা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।

মতিঝিলে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য জানান, গত দুই দিন ধরে অফিস শেষ হওয়ার পরই রাস্তায় গাড়ির ব্যাপক চাপ থাকে। তবে সেটা সন্ধ্যার মধ্যেই কেটে যায়।

ইএইচ

Link copied!