Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪,

কোটা সংস্কার আন্দোলন

নারী সাংবাদিককে শ্লীলতাহানি: বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৬, ২০২৪, ০৫:২২ পিএম


নারী সাংবাদিককে শ্লীলতাহানি: বিএনপি নেতা গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া নারী সাংবাদিক সোনালী আক্তারকে শ্লীলতাহানি করার অভিযোগে ফতুল্লা থানার বিএনপি সভাপতি শহিদুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে, শনিবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় সংবাদ সংগ্রহের সময় মারধর ও যৌন হয়রানির শিকার হন সাংবাদিক সোনালী। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাকে নির্যাতন করেন বলে অভিযোগ তার। দুর্বৃত্তরা গ্যাস লাইট জ্বালিয়ে তার গাল আগুনে ঝলসে দিয়েছে। সোনালী নারায়ণগঞ্জের সোজাসাপটা নামে একটি অনলাইন পোর্টালের সংবাদকর্মী।

হারুন অর রশীদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নারী সাংবাদিক সোনালী। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করেছি। এ ঘটনায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া টিটুর দুই সহযোগীর নাম পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও মানবিক। একজন সাংবাদিক তার দায়িত্ব পালনকালে এভাবে পাশবিক নির্যাতন করা ঠিক হয়নি।

ইএইচ

Link copied!