Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৪, ১০:৩৪ এএম


চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা

ঢাকার সড়কে ফিরতে শুরু করেছে স্বাভাবিক অবস্থা। সোমবার সকাল থেকে বেড়েছে রাজধানীতে যানবাহন চলাচল। সড়কে দেখা যায় অফিসগামী মানুষের ভিড়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন।

এদিকে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদেরকে। কোথাও কোথাও দেখা দেয় যানজটও।

এদিকে আজ সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার রাত পৌনে ১২টার দিকে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

ইএইচ

Link copied!