Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মঙ্গলবার রাজধানীসহ কোন জেলায় কত সময় কারফিউ শিথিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩০, ২০২৪, ১২:৪৪ এএম


মঙ্গলবার রাজধানীসহ কোন জেলায় কত সময় কারফিউ শিথিল

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বিশৃঙ্খলা ও সহিংসতার প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি রেখেছে সরকার। 

এখনও দেশের বিভিন্ন জেলায় চলমান রয়েছে। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে। নির্দেশনা অনুযায়ী এ চার জেলায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

অন্যদিকে খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এছাড়া সিলেটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর রাজশাহীতে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইএইচ

Link copied!