নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৪, ০২:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৪, ০২:২২ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা মো. কামাল হোসেনকে হত্যার মাস্টারমাইন্ড মোহাম্মদপুর থানার শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল গাজীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ৩০ হাজার টাকা চুক্তিতে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।
তিনি বলেন, ২৯ জুলাই মোহাম্মদপুরে কাটাসুর এলাকায় লুডু খেলছিলেন সাবেক আওয়ামী লীগ নেতা কামাল হোসেন। হঠাৎ তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর কিলিং মিশনে অংশগ্রহণকারী সুজনকে (২৪) গ্রেপ্তার করা হয় এবং সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এরপর তার তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল গাজী (৪৫), ইকবাল হোসেন (২২), মো শাকিল (২৫), রাকিব (১৯) ও ইব্রাহিমকে (১৯) মোহাম্মদপুরে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত তিনটি চাপাটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ৩০ হাজার টাকা চুক্তিতে কিলিং মিশনে অংশগ্রহণ করে তারা। কামাল হোসেন মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে জমি-প্লট-ফ্লাটের ব্যবসা করেন। ফুটপাত নিয়ন্ত্রণ ও লেগুনা ব্যবসা নিয়ে কামালের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল।
হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তাজেল গাজী ৩০ হাজার টাকা চুক্তিতে তাকে হত্যা করান। শ্রমিক লীগ নেতা তাজেল গাজীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত ও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
ইএইচ