Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

শনিরআখড়া-কাজলায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৪, ০৩:৪৫ পিএম


শনিরআখড়া-কাজলায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুরে কাজলা ও শনিড়আখরা এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেয়।

শিক্ষার্থীরা বলেন, ‘৯ দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। দেশজুড়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সড়ক অবরোধ করে রেখেছে। কোনো যানবাহন চলতে দিচ্ছে না তারা। তাদের সড়ক ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে আফতাবনগর, রামপুরা, বাড্ডা, সাইন্সল্যাবসহ রাজধানীর বিভিন্ন সড়কে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। দুপুর ১২টায় আফতাবনগরে সরজমিনে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন।

এরআগে সারা দেশে শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফেসবুক লাইভে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান।

বিআরইউ

Link copied!