Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শাহবাগে হাসপাতালের ভেতরে ছাত্র লীগ বাহিরে আন্দোলনকারীরা, চলছে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৪, ১১:২৭ এএম


শাহবাগে হাসপাতালের ভেতরে ছাত্র লীগ বাহিরে আন্দোলনকারীরা, চলছে সংঘর্ষ

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। পিজি হাসপাতালের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রোববার (৪ আগস্ট) সকালে এ চিত্র দেখা যায়।

পিজি হাসপাতালের এক নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন আন্দোলনকারীরা। বর্তমানে দুই পক্ষের ধাওয়া-পালটা ধাওয়া চলছে।

হাসপাতালের ভেতরে থাকা মোটরসাকেলে আগুন ও ভাঙচুর চালানো হয়েছে।

এর আগে, শনিবার বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

এক দফা দাবিতে রোববার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করব।’

বিআরইউ

Link copied!