Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বঙ্গবন্ধু মেডিক্যালে সরকারি বাসে ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৪, ০২:৩৪ পিএম


বঙ্গবন্ধু মেডিক্যালে সরকারি বাসে ভাঙচুর-আগুন

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হওয়া আন্দোলনকারীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা শাহবাগে জড়ো হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে আন্দোলনকারীদের একটি অংশ লাঠিসোঁটা হাতে বঙ্গবন্ধু মেডিক্যালের দিকে ঢুকে পড়ে।

এ সময় হাসপাতাল প্রাঙ্গণে বেশ কিছু বাসে ভাঙচুর করা হয়। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।

একপর্যায়ে হামলাকারীরা একটি ভবনে ঢোকার চেষ্টা করলে ভেতর থেকে হাসপাতালের নিরাপত্তারক্ষী ও কর্মচারীরা প্রতিরোধ গড়েন।

এর আগে, সকালে শাহবাগ এলাকা দিয়ে দু–তিনজন করে বিক্ষোভকারী যাওয়ার সময় ছাত্রলীগের নেতা–কর্মীরা তাদের মারধর করেন। পরে বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে আসেন।

এ সময় শাহবাগ থানা এলাকায় একটি পুলিশের গাড়িকে বিক্ষোভকারীদের আসতে দেখে সরে যেতে দেখা যায়।

ইএইচ

Link copied!