Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মোহাম্মদপুরে আন্দোলনকারী-আওয়ামী লীগ মুখোমুখি, সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৪, ০২:৪১ পিএম


মোহাম্মদপুরে আন্দোলনকারী-আওয়ামী লীগ মুখোমুখি, সেনা মোতায়েন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদরাসার শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। সকাল থেকে এ এলাকায় বিজবি ও পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় সেনাবাহিনী অবস্থান নিয়েছে।

রোববার সকাল থেকেই এখানে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে জড়ো হতে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বেলা ১২টার পর থেকে বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা তিন রাস্তার মোড় এলাকা থেকে রাস্তায় নামতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীদের সংখ্যা। দুপুরে ১টার দিকে তারা রাস্তায় ব্যারিকেড দেয়।

 এ মুহূর্তে এ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে এ এলাকায় সেনা সদস্য অবস্থান করছেন। 

ইএইচ

Link copied!