Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কামরাঙ্গীরচর থানায় হামলা, লুটপাট-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৬, ২০২৪, ০১:৩১ এএম


কামরাঙ্গীরচর থানায় হামলা, লুটপাট-ভাঙচুর

রাজধানীর কামরাঙ্গীরচর থানায় হামলার পর ভাঙচুর ও লুট করা হয়েছে। এ সময় থানায় থাকা অস্ত্র নিয়ে যায় লোকজন।

সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি এলাকার একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, রাতে কামরাঙ্গীরচর থানায় হামলা করে বসে উৎসুক জনতা। এ সময় থানায় থাকা পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে তাদের হাতে থাকা বন্দুক দিয়ে ফাঁকা গুলি করতে করতে লালবাগ থানায় গিয়ে আশ্রয় নেয়। এ সময় অনেকে আশপাশের বাসাবাড়িতেও আশ্রয় নেন। তবে কেউ হতাহত আছেন কিনা তা এখনো জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, অস্ত্রগারে অর্ধ শতাধিক অস্ত্র, গোলাবারুদ, ম্যাগজিন ছিল। সেগুলো হামলাকারীরা নিয়ে গেছে।  

স্থানীয় সংবাদকর্মী আব্দুল কাদের সাইফুল বিষয়টি আমার সংবাদকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কামরাঙ্গীরচর থানায় হামলার পর ভাঙচুর ও লুট করা হয়েছে। এখানকার অবস্থা খুবই খারাপ। থেমে থেমে কিছুক্ষণ পর পর সংঘর্ষ হচ্ছে। গোলাগুলিরও শব্দ পাওয়া যাচ্ছে।

মিঠু/ইএইচ

Link copied!