Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

নাঈমুল ইসলামের তিন পত্রিকা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৯, ২০২৪, ০৫:২৮ পিএম


নাঈমুল ইসলামের তিন পত্রিকা বন্ধ ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের তিনটি পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (০৯ আগস্ট) দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ। তিনি বলেন, গত ৫ আগস্ট রাত সাড়ে ১০টায় আমাদের অফিসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। অফিসে ব্যাপক ভাঙচুর করে এবং অতি প্রয়োজনীয় জিনিসপত্র লুট করা হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশত্যাগের পরই একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজের অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা।

এছাড়া বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ভবনেও হামলা হয়। ভাঙচুর করা হয় তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি।

এছাড়াও গত ৪ আগস্ট রাতে সঙ্গীতভিত্তিক চ্যানেল গান বাংলার অফিসে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

বিআরইউ

Link copied!