Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ড. ইউনূসের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৯, ২০২৪, ০৮:৫৩ পিএম


ড. ইউনূসের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করে সব ধরনের গণমাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শনের নিষেধাজ্ঞা জারি করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার দপ্তরের বার্তা বলা হয়, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় মাননীয় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।’

অর্থাৎ বিভিন্ন সময়ে সরকার গঠন বা ক্ষমতার শীর্ষে যেই আসীন হন তাকে উপলক্ষ করে পত্র-পত্রিকা ও টেলিভশনে যে উদ্দেশ্যমূলক বিজ্ঞাপনের প্রবনতা লক্ষ্য করা হয়। পরবর্তীতে যা ব্যক্তিগত উদ্দেশ্য সাধনে কাজে লাগানোর অপচেষ্টা করে থাকে কেউ কেউ। এ বিষয়ে সতর্কতা স্বরূপ মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

ইএইচ

Link copied!