Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মোহাম্মদপুর থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ১০, ২০২৪, ১২:০৬ এএম


মোহাম্মদপুর থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এক বস্তা অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।

শুক্রবার বিকাল ৩টার দিকে মোহাম্মদপুর হাউজিং এলাকা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করে সেনা সদস্যরা।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. নিজাম জানান, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে আছে শটগান, থ্রি নট ত্রি, কাটা রাইফেল, পয়েন্ট টু টু বন্দুকসহ কিছু দেশীয় অস্ত্র। অস্ত্রগুলোর মধ্যে কিছু সচল এবং কিছু মরিচা ধরা ছিল।

তিনি জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান ৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাসার ছাদে শিশুরা খেলতে গিয়ে একটি শটগান পায়। পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা গিয়ে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।

ইএইচ

Link copied!