Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১০, ২০২৪, ০৫:১৭ পিএম


সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

সারা দেশে ৫৩৮টি থানার কার্যক্রম চালু হয়েছে। আজ শনিবার (১০ আগস্ট) বিকাল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার (১০ আগস্ট) বিকাল ৩টা পর্যন্ত সারা দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১০ টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০ টি এবং রেঞ্জের ৫২৯ টি থানার মধ্যে ২৯১টি সহ সর্বমোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত সোমবার (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সকল থানার কার্যক্রম।

বিআরইউ

Link copied!