Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল আলম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ১৪, ২০২৪, ১২:৪৮ এএম


প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুল ইসলামকে (আলম) যোগদানের তারিখ হতে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সরকারের সচিব পদমর্যাদার বেতন (৭৮ হাজার টাকা) ও অন্যান্য সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

তবে প্রজ্ঞাপনে নাম নিয়ে বিভ্রান্তি (প্রজ্ঞাপনে শফিকুল ইসলাম উল্লেখ করা হয়েছে) তৈরি হলে জানতে চাওয়া হয় শফিকুল আলমের কাছে। রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি নিয়োগ পেয়েছেন জানিয়ে শফিকুল আলম বলেন, ‘ভুলক্রমে প্রজ্ঞাপনে শফিকুল ইসলাম লেখা হয়েছে। নিয়োগের ব্যাপারে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাকে নিশ্চিত করা হয়েছে।’

ইএইচ

Link copied!