Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সাংবাদিক নেতা জাওহার ইকবালের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ডিএসইসির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২৪, ০৮:৩৯ পিএম


সাংবাদিক নেতা জাওহার ইকবালের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ডিএসইসির

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান অজ্ঞাত দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছেন। এ ব্যাপারে গেন্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর-৩৫২।

মঙ্গলবার (১৩ আগস্ট) সূত্রাপুর থেকে মালঞ্চ গাড়িতে প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাবার পথে দয়াগঞ্জে কিছু লোক গাড়ি থামিয়ে দেয় এবং অতর্কিতভাবে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামায়। অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের চেষ্টা করে। পরে গাড়িতে থাকা শিক্ষার্থীরা দয়াগঞ্জ মোড় থেকে অন্যান্য শিক্ষার্থীদের ডাক দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও ডিএসইসির নেতৃবৃন্দ। দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরএস

Link copied!