Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

হাসনাত আব্দুল্লাহ

ঢাকা মেডিকেল যেন ফিলিস্তিনের রাফাহ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২৪, ১১:১২ এএম


ঢাকা মেডিকেল যেন ফিলিস্তিনের রাফাহ ক্যাম্প

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘দুই দিন থেকে আমরা বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আহতদের খোঁজখবর নিচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে অবস্থা দেখেছি, আমাদের মনে হয়েছে এটা ফিলিস্তিনের রাফাহ ক্যাম্পের রূপ ধারণ করেছে।’

শনিবার (১৮ আগস্ট) বিভিন্ন হাসপাতালে আন্দোলনে আহতদের পরিদর্শন শেষে বিকেল ৪টায় কুর্মিটোলা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, ‘অতীতে স্বৈরাচার সরকার স্বাস্থ্য খাতকে যেভাবে ধ্বংস করেছে, তার পরিণতি আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বর্তমান অবস্থা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবিরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।
তাঁরা আমাদের বলেছেন, যদি রাজনৈতিক আধিপত্য না থাকে, যদি লাল ফিতার দৌরাত্ম্য না থাকে, তবে তাঁরা ৯০ দিনের মধ্যে একটি জনকল্যাণমুখী স্বাস্থ্য খাত উপহার দিতে পারবেন।  এ জন্য সাধারণ ছাত্র-জনতার যে ধরনের সহায়তা দরকার তা করা হবে।’

আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আমরা এখন পর্যন্ত প্রায় ১৫টি হাসপাতালে গিয়ে আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছি।

দেখেছি বেসরকারি হাসপাতালের  চেয়ে সরকারি হাসপাতালে রোগীর সংখ্যা বেশি। যার কারণে সরকারি হাসপাতালে রোগীরা প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছে না। সরকার আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ মওকুফ করেছে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে অর্থাভাবে অসচ্ছল ব্যক্তিরা চিকিৎসা নিতে পারছে না।

আমরা প্রাইভেট হাসপাতালগুলোর প্রতি আহবান জানাই, ন্যূনতম ফি নিয়ে তারা যেন আহতদের চিকিৎসা দেয় এবং যতজনের কাছ থেকে ফি নেওয়া হয়েছে তাদের ফি ফেরত দেয়।’

তা ছাড়া গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি করেন এই সমন্বয়ক।

বিআরইউ

Link copied!