Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

অন্তর্বর্তীকালীন সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২১, ২০২৪, ১২:২৭ এএম


অন্তর্বর্তীকালীন সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি

অন্তর্বর্তী সরকার দেশের কোনো গণমাধ্যম বন্ধ করেনি। মঙ্গলবার সরকারের প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেসরকারি একটি টিভি চ্যানেলের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখতে সোমবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন। চ্যানেলটির মালিক পক্ষের একজন এই রিট করেন।

এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হলো, ‘বর্তমান সরকার সংবাদমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।’

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার এবং তা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয়ের কথা শপথ নেওয়ার পর থেকে বলে আসছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইএইচ

Link copied!