Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

আগস্ট ২২, ২০২৪, ০৬:৪৭ পিএম


শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৯ জুলাই নিউমার্কেটের এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত আব্দুল ওয়াদুদ (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে নিউমার্কেট থানায়।

বুধবার রাতে আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলাটি করেন নিহতের শ্যালক আবদুর রহমান।

এ বিষয়ে রাত ৮টায় নিউমার্কেট থানার সামনে গণমাধ্যমকর্মীদের প্রেস ব্রিফিং করেন মামলার আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাবেক সদস্য অ্যাডভোকেট আজমত হোসাইন।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রমুখ।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আজমত হোসাইন জানান, আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুপুর থেকে মামলা নিতে পুলিশ গড়িমসি করেছে। পরে ছাত্র-জনতার চাপে পুলিশ মামলা নিতে বাধ্য হয়।

ইএইচ

Link copied!