Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন জাতীয় জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২৪, ০৮:১০ পিএম


বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন জাতীয় জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা

আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জনগণ।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল গঠন করেছেন।

বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী কাজে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর অধীনস্থ আহসান মঞ্জিল জাদুঘর, ওসমানী জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর, স্বাধীনতা জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, পল্লী কবি জসীম উদদীন জাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্র, সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের একদিনের বেতন বন্যার্তদের সাহায্যার্থে প্রদানের উদ্যোগ গ্রহণ করে।

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান জাদুঘরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করেন।

ইএইচ

Link copied!