Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আরাফাতের গ্রেপ্তারের খবর নিয়ে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৭, ২০২৪, ১১:১৮ পিএম


আরাফাতের গ্রেপ্তারের খবর নিয়ে বিভ্রান্তি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তারের খবর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

মঙ্গলবার বিকালে গ্রেপ্তারের গুলশানের একটি বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

এ সময় পুলিশের সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমে আরাফাতকে গ্রেপ্তারের খবর প্রচার হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে।

তবে সন্ধ্যার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান সাংবাদিকেদরে জানান, তাদের কাছে আপাতত মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তারের কোনো আনুষ্ঠানিক খবর নেই।

এদিকে আরাফাতকে আটকের খবরে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেইসঙ্গে আরাফতের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করবেন বলেও জানান তিনি।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি।
ইএইচ

Link copied!