Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২৪, ১২:১৫ এএম


মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র‌্যাব-২।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ ইফতেখার হাসান।

বলেন, রাত পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। 

তবে তাকে কোন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব সে বিষয়টি বলতে পারেননি তিনি।

ইএইচ

Link copied!