Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাথায় ইট পড়ে গুরুতর আহত বুয়েট শিক্ষার্থী আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০১:২৪ এএম


মাথায় ইট পড়ে গুরুতর আহত বুয়েট শিক্ষার্থী আইসিইউতে

রাজধানীর পলাশীর মোড়ে রিকশায় যাওয়ার সময় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে তাওসিফ মাহির (২২) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিকালে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।

বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪ নম্বর বেডে চিকিৎসাধীন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বুয়েটের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন আছে। জানতে পেরেছি রিকশায় যাওয়ার সময় মাথায় ইট পড়ে আহত হয়েছে।

ইএইচ

Link copied!