Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

অসুস্থ শাজাহান খান, রিমান্ড শেষ না করেই কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৪:১৬ পিএম


অসুস্থ শাজাহান খান, রিমান্ড শেষ না করেই কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর চালানো গুলিতে আব্দুল মোতালিব নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় রাজধানী ঢাকার ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদেশ অনুযায়ী সাত দিনের রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাজাহান খানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার জন্য আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিআরইউ 

Link copied!