Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পুলিশ

সায়েন্সল্যাবের পরিস্থিতি এখন শান্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৫:২৮ পিএম


সায়েন্সল্যাবের পরিস্থিতি এখন শান্ত

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুই কলেজের শিক্ষার্থীরা এখনও রাস্তায় রয়েছে, তবে পরিস্থিতি শান্ত আছে। শিক্ষার্থীদের মধ্যে আর সংঘর্ষ হচ্ছে না। আমরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করছি, তারা যেন রাস্তা ছেড়ে শান্তিপূর্ণভাবে চলে যায়।

পাভেল নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দুপুর ১টার পর সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজের শিক্ষার্থীরা। 

আরএস

Link copied!