Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১০:৪২ এএম


রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়কে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী-সায়দাবাদ রোডের জনপদ মোড়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম আশরাফ আলী (৪৭)। তিনি ডিএমপির ওয়ারী বিভাগের (ট্রাফিক) কনস্টেবল।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ছুড়িকাঘাতে বেশ ক্ষত হয়েছে কনস্টেবল আশরাফের পিঠে। সে এখন অপারেশন থিয়েটারে আছে।’

ইএইচ

Link copied!