Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আন্দোলনে প্রকাশ্যে হত্যাযজ্ঞ চালানো দেলোয়ার হোসেন রুবেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৭:৫৫ পিএম


আন্দোলনে প্রকাশ্যে হত্যাযজ্ঞ চালানো দেলোয়ার হোসেন রুবেল গ্রেফতার

গুলিবর্ষণের মাধ্যমে উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে ছাত্র/জনতার উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানোর অন্যতম আসামি দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব (র‌্যাব-১ উত্তরা) জানায়, ঢাকা আভিযানিক দল ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে গুলি করে হত্যাকারী আসামি দেলোয়ার হোসেন রুবেল (৩৮) জিএমপি গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মুরকুন, টেকপাড়া এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন রুবেল (৩৮), কে গ্রেফতার করে। সে রাজধানীর দক্ষিণখান থানার আব্দুস সোবহানের পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামি দেলোয়ার হোসেন রুবেল (৩৮) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরার ১১নং সেক্টরে ছাত্র-জনতার উপর পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানা/তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আরএস

 

Link copied!