Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন মো. সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০১:১৩ পিএম


ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন মো. সাইফুল ইসলাম

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে তিনি যোগদান করেন। যোগদানের পর সকাল ১০ টায় নবনিযুক্ত মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালক ও উপ-পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। মো. সাইফুল
ইসলাম সফলভাবে দায়িত্ব পালন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে গতকাল ২৩ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করে আদেশ জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এসকে/বিআরইউ
 

Link copied!