Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রিমান্ডে অসুস্থ সাবেক রেলমন্ত্রী সুজনকে ঢামেকে চিকিৎসা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১১:০৩ পিএম


রিমান্ডে অসুস্থ সাবেক রেলমন্ত্রী সুজনকে ঢামেকে চিকিৎসা

হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশি রিমান্ডে রয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এই অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দিয়েছে পুলিশ।  

মঙ্গলবার বিকালে সাবেক এই মন্ত্রী অসুস্থ বোধ করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসা শেষে ঘণ্টাখানেক পর তাকে আবার যাত্রাবাড়ী থানায় নিয়ে যায় পুলিশ।

ঢামেক সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট হওয়ায় সুজনকে হাসপাতালে আনা হয়েছিল। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর না হওয়ায় তাকে আবার থানায় নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা বলেন, ‘সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তিনি বুকে ব্যথা অনুভব করলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যায় পুলিশ।’

ইএইচ

Link copied!