Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩৪

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৪:৪৭ পিএম


জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বিপুল মাদক ও অস্ত্রসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।

এক ক্ষুদে বার্তায় বলা হয়, শনিবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব-২ এবং যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে। এ সময় ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনজন মহিলা মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে বিপুল দেশীয় অস্ত্র, ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক জব্দ করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।  

আরএস

Link copied!