Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

বসুন্ধরা থেকে সাবেক এমপি মানিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৮, ২০২৪, ১১:১১ পিএম


বসুন্ধরা থেকে সাবেক এমপি মানিক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

বলেন, মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

ইএইচ

Link copied!