Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পূজার ছুটি শেষে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৪, ২০২৪, ১০:৫০ এএম


পূজার ছুটি শেষে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ

টানা চারদিনের ছুটি শেষে আজ সোমবার থেকে খুলেছে অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। ফলে রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ। এতে করে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

সোমবার রাজধানীর পল্টন, মতিঝিল, ও গুলিস্তান এলাকা ঘুরে এ চিত্র দেখে গেছে।

রাজধানীর হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টনসহ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষকে।

আজিমপুর থেকে গুলিস্তানগামী ধামরাই লিংক পরিবহনের একটি বাসে উঠেছেন আব্দুল কাদের নামের একজন বেসরকারি চাকরিজীবী।

তিনি আমার সংবাদকে বলেন- চার দিনের ছুটিতে ঢাকার সড়কগুলো পুরোই ফাঁকা ছিল। কিন্তু আজ অফিস-আদালত খুলতেই সেই পুরোনো রূপ। এত যানজটে সত্যিই বিরক্ত লাগে। এক থেকে দেড় ঘণ্টা আগে বাসা থেকে বের হই তবুও সময়মতো অফিসে পৌঁছাতে পারি না।

এদিকে, সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।

ইএইচ

Link copied!