নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৪, ১১:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৪, ১১:৫১ পিএম
ঢাকার সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের ভাগনে জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
জাকিরের বিরুদ্ধে সাতটি হত্যা মামলা রয়েছে।
শনিবার রাতে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। তাকে আজই সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, সাভারে একচ্ছত্র সাম্রাজ্য ধরে রাখতে বিভিন্ন পর্যায়ে লাঠিয়াল বাহিনী গঠন করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা রাজিব। যার দায়িত্বে ছিল রাজিবের কথিত ভাগনে জাকির হোসেন ওরফে মামা জাকির। সেই মূলত রাজিবের সব ব্যবসা প্রতিষ্ঠান দেখভাল করত।
এ ছাড়াও সাভার এলাকায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়তে চাইলে মামা জাকিরের মধ্যস্থতায় অনুমতি দিত রাজিব। অবৈধ সবকিছুই থাকত জাকিরের হেফাজতে। সাভারে ‘জাতীয় মামা’ হিসেবে পরিচিতি পেয়েছিল এই জাকির।
ইএইচ