নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৪, ১০:১৮ এএম
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৪, ১০:১৮ এএম
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ইমরান আহমদ সিলেট-৪ আসনের ছয়বারের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে তাকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। পরে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারে তিনি মন্ত্রী ছিলেন না।
ইএইচ