Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২১, ২০২৪, ০৮:৫১ পিএম


ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই

ফটোসাংবাদিক শোয়েবুর রহমান মিথুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। বাবা-মা, স্ত্রী এবং ছয় বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন তিনি।

মিথুন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন।

জানা গেছে, প্রায় এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন। পরে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। গত কয়েক দিন তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরিবারের ইচ্ছায় তাকে বাসায় নেওয়ার পথে সন্ধ্যায় মিথুনের মৃত্যু হয়।

পরিবারিক সূত্র জানিয়েছে, রাত সাড়ে ৯টায় রাজধানীর উত্তর দনিয়া মসজিদে তার জানাজা হবে। এরপর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

আরএস

Link copied!