Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান: কিশোর গ্যাংয়ের ৪৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২৪, ১২:২৩ এএম


মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান: কিশোর গ্যাংয়ের ৪৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে মিনি সুপার শপে ডাকাতির ঘটনায় বিশেষ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।

অভিযানে দুই কিশোর গ্যাংয়ের অন্তত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে ওই এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। যা এখনো চলমান রয়েছে বলে খবর পাওয়া গেছে।

র‌্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ ওই অভিযানে ইতোমধ্যে মিনি সুপার শপে ডাকাতির ঘটনার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে (৩২) আটক করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

ইএইচ

Link copied!