Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যানে সেনা ক্যাম্প স্থাপন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২৪, ১১:২৮ এএম


চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যানে সেনা ক্যাম্প স্থাপন

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যানে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনে অস্থায়ী নতুন ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

রোববার দুপুরে ঢাকা উদ্যানে এ অস্থায়ী সেনা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। নতুন এ ক্যাম্প স্থাপনের সংবাদে স্বস্তিবোধ করছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি মোহাম্মদপুর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসীসহ কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়।

জানা যায়, মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় নিরাপত্তার জন্য বছিলা এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অস্থায়ী দুটি সেনা ক্যাম্প রয়েছে। মোহাম্মদপুরে ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যানে আরেকটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হলো।

এর আগে, ২৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ঢাকা উদ্যান থেকে দুইজন ও জেনেভা ক্যাম্প থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি।

পরে তাদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। তার আগের দিন ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং নবোদয় হাউজিং থেকে ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের ৪৫ সদস্যকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের মেজর ফজলে বারী বলেন, মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান চলমান থাকবে। প্রয়োজনে অস্থায়ী ক্যাম্প আরও বাড়ানো হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

ইএইচ

Link copied!