Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাতে ঢাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি

আমার সংবাদ ধর্ম ডেস্ক

নভেম্বর ৫, ২০২৪, ১১:০১ এএম


রাতে ঢাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি

মধ্যরাতে ঢাকার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

অভিযানে সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরাও উপস্থিত ছিল।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অভিযান শুরু হয়।

চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেট কার ও কাভার্ড-ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের। এতে নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী মোহাম্মদপুর ক্যাম্প কমান্ডার ও ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর নিয়ামুল।

অভিযানের বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, অভিযানে মূলত ট্রাফিক পুলিশকে সহায়তায় পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি, যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়। এছাড়াও মোহাম্মদপুরে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে।

অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর ট্রাফিক বিভাগের শ্যামলী জোনের ট্রাফিক সার্জেন্ট তোছাদ্দেক বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযানের অংশ হিসাবে আমরা সঙ্গে এসেছি। তারা গাড়ি থামিয়ে অবৈধ কোনো কিছু আছে কি-না এসব দেখছেন। পাশাপাশি যেসব যানবাহন কাগজপত্র, চালকের লাইসেন্স কিংবা ট্রাফিক আইনের কোনো ক্রুটি রয়েছে, তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়াও ঢাকার সায়েন্সল্যাব ও হাজারীবাগ এলাকায়ও সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।

ঢাকার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর অভিযান সমন্বয় করছেন সেনাবাহিনীর ৪৫ স্বতন্ত্র ফিল্ড কোম্পানি ইঞ্জিনিয়ার্স মেজর রাফি হাসান। তিনি বলেন, ঢাকার বেশ কয়েকটি পয়েন্ট আমাদের অভিযান চলমান আছে।

ইএইচ

Link copied!