Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৫, ২০২৪, ০৪:০৭ পিএম


আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। রোববার (৩ নভেম্বর) এসব কার্ড বাতিল করা হয়। তবে বিষয়টি জানা গেছে আজ মঙ্গলবার। এর আগে ২০ জনের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছিল।

পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা নতুন আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

যাদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে তারা হলেন– 

মনজুরুল আহসান বুলবুল, ইমদাদুল হক মিলন, রাহুল রাহা, নুরুল আমিন প্রভাষ, সোহেল হায়দার চৌধুরী, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আহেমদ জোবায়ের, আবেদ খান, জয়দেব চন্দ্র দাশ, দীপ আজাদ, জহিরুল ইসলাম মামুন (জ. ই. মামুন), মো. ওমর ফারুক, হোসনে আরা মমতা ইসলাম সোমা, হায়দার আলী, মাসুদা ভাট্টি, কুদ্দুস আফরাদ, সাইফুল ইসলাম, নাজনীন নাহার মুন্নী, নাদিম কাদির, মধুসূদন মণ্ডল, আশীষ ঘোষ সৈকত, চৌধুরী জাফর উল্লাহ শরাফত, কিশোর কুমার সরকার, রফিকুল ইসলাম রতন, নাসির উদ্দিন, সৈয়দ আশিকুর রহমান, অখিল কুমার পোদ্দার, অঞ্জন রায়, ইখতিয়ার উদ্দিন।  

এর আগে গত ২৯ অক্টোবর আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর।

আরএস

Link copied!