Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

ট্রাফিক পুলিশে যোগ দিয়েছেন ৬৬ শিক্ষার্থী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৬, ২০২৪, ১০:০৬ এএম


ট্রাফিক পুলিশে যোগ দিয়েছেন ৬৬ শিক্ষার্থী

রাজধানীর সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে পার্ট টাইমার হিসেবে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে গতকাল মঙ্গলবার থেকে ৬৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ শুরু করেছেন।

এ সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রতিদিন দুই শিফটে চার ঘণ্টা করে ডিউটি করবেন এসব শিক্ষার্থী। চার ঘণ্টা ডিউটি শেষে তাদের মাথাপিছু ৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর মোড়, শাহবাগ ও মৎস্য ভবন মোড়ে শিক্ষার্থীরা সকাল থেকে কাজ শুরু করেন। শাহবাগ মোড়ে দেখা যায়, চার জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের গলায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) ঝোলানো রয়েছে।

‘ইউনিভার্সিটি অব স্কলার’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান, ‘এই কাজ করতে তার খুব ভালো লাগছে। অন্তত নগরবাসীর সেবা করার সুযোগ পাচ্ছেন। মাত্র চার ঘণ্টা ডিউটি। এটাতে পড়াশোনার তেমন কোনো ক্ষতি হবে না। বরং একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন।’

ফার্মগেট পুলিশ বক্সের কাছে ডিউটি করছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ। তিনি বলেন, ‘৫ আগস্টের পর সড়কে ট্রাফিক পুলিশ না থাকার কারণে যানবাহন নিয়ন্ত্রণে রাস্তায় ছিলাম। এখন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ নিয়ে ডিউটি করছি, ভালো লাগছে।’

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, ৬৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই শিফট ভাগ করা হয়েছে। তাদের এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এর পাশাপাশি ডিউটি শেষে ৫০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আপাতত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৩০০ জন শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হবে।

বিআরইউ

Link copied!