Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২৪, ০৮:৩২ পিএম


রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার একটি বাসা থেকে মো. জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনীষা আক্তার (১৮) নামে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই মাস আগে ভালোবেসে দুজন বিয়ে করেছিলেন বলে জানা গেছে।

জুবায়ের পাবনা জেলা সদরের আজিমউদ্দিনের ছেলে ও মনীষা গাজীপুরের কাপাসিয়ার থানার নলগাঁও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাসেত বলেন, আমরা খবর পেয়ে রামপুরার চৌধুরীপাড়া তাহেরুন ভিলা নামের একটি বাসা থেকে দরজা-ভেঙে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে এসআই আব্দুল বাসেত বলেন, ভালোবেসে দুই মাস আগে বিয়ে করে বিপুল ও মনীষা। পারিবারিক বিষয় নিয়ে দুইজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জুবায়ের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন ও মনীষা জানালা গ্রিলের সঙ্গে ফাঁস দেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি মাত্র ২ মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তারা। জুবায়ের একটি মোটরসাইকেলের গ্যারেজের মালিক ছিলেন। আর তার স্ত্রী গৃহিণী হিসেবে বাসায় থাকতেন। আমাদের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। আমরা তাদের পরিবারের সদস্যদের খবর দিয়েছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আরএস

Link copied!