Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১১, ২০২৪, ০১:৩১ পিএম


সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মমতাজ উদ্দিন মেহেদীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে তাকে উত্তরার ৯ নম্বর সেক্টরের তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার বাদী ছিলেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলার বাদী অ্যাডভোকেট মোহাম্মদ মমতাজ উদ্দিন মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, তার মোবাইল ফোনে আওয়ামী লীগের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চেষ্টার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গ্রুপে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছিলেন।

ইএইচ

Link copied!