Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নরসিংদীর সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১১, ২০২৪, ১১:৩৬ পিএম


নরসিংদীর সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা আটক

নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লাকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর আসাদগেট থেকে ছাত্র জনতা তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর কাছে তুলে দেয়।

পরে তাকে মোহাম্মদপুর থানা হেফাজতে নেওয়া হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বলেন, আসাদগেট থেকে ছাত্র-জনতা তাকে আটক করে আমাদের হেফাজতে দেয়। পরে তাকে থানায় আনা হয়। এখন নরসিংদীতে পাঠানো হবে। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

ইএইচ

Link copied!