Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

হাজী সেলিমের বড় ছেলে সোলায়মান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৪, ২০২৪, ১১:১৪ এএম


হাজী সেলিমের বড় ছেলে সোলায়মান গ্রেপ্তার

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমের বড় ছেলে। হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন।

 

Link copied!