Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৪, ১১:৪৬ পিএম


ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নতুন কমিটির নেতারা।

শুক্রবার দুপুরে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২৫) কাছে বিদায়ী কমিটি পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।

বিদায়ী কমিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, নবনির্বাচিত সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারা বিদায়ী কমিটির নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এর আগে ডিআরইউর প্রয়াত সদস্য, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

কার্যনির্বাহী কমিটি-২০২৫ এর সহ-সভাপতি পদে গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দফতর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আক্তারুজ্জামান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) নির্বাচিত হন।

এ সময় বক্তব্য দেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, জামাল উদ্দীন, রফিকুল ইসলাম আজাদ ও নজরুল ইসলাম মিঠু।

ইএইচ

Link copied!