নিজস্ব প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৪, ০৬:৫৮ পিএম
নিজস্ব প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৪, ০৬:৫৮ পিএম
‘শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা গোল্ডেন অ্যাওয়ার্ড সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে ‘মহীয়সী নারী মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে দেশের গান ও নৃত্য পরিবেশ করেন খুদে শিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারিক।
সার্ক কালচারাল কাউন্সিলের কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টামণ্ডলী ও আমন্ত্রিত অতিথিরা ‘শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসা’র কর্মময় জীবন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিকদের মাঝে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ ও সম্মাননা প্রদান করা হয়।
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শেখ হাবিবুর রহমানকে স্বীকৃতি স্বরূপ সনদপত্র প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, সার্ক কালচারাল কাউন্সিলের প্রধান উপদেষ্টা (সাবেক তথ্যসচিব ও বিটিআরসির চেয়ারম্যান) সৈয়দ মার্জব মোর্শেদ প্রমুখ।
ইএইচ