Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

বিজয় দিবসে বায়তুল মুকাররমে কোরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৪, ১০:৪০ এএম


বিজয় দিবসে বায়তুল মুকাররমে কোরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরআনখানি ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এর পরিচালনার দায়িত্বে ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিবুল্লাহিল বাকী।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অন্যদিকে বাংলাদেশ ও সারা বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মো. মহিউদ্দিন, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, উপ-পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

বিআরইউ
 

Link copied!