Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

প্রধান উপদেষ্টা

নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:১৯ পিএম


নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশে নতুন করে অন্তত ৮০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে।

বুধবার মিশরের কায়রোতে মালয়েশিয়ার হায়ার এডুকেশন মন্ত্রী ড. জামব্রি আবদুল কাদিরের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে গত কয়েক মাসে ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

ড. ইউনূস কায়রোতে ডি-৮ সম্মেলনে যোগ দিতে অবস্থান করছেন এবং বৈঠকটি ছিল তার সম্মেলন সফরের অংশ।

এ বৈঠকে, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগ, উচ্চশিক্ষায় সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদান বিষয়ক আলোচনা।

এ সময় ড. জামব্রি আবদুল কাদির বলেন, রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয়ে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

ইএইচ

Link copied!