Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভাতা বাড়ানোর দাবি

চিকিৎসকদের কর্মবিরতি, অবস্থান নিয়েছে শাহবাগে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২২, ২০২৪, ০৩:৫৮ পিএম


চিকিৎসকদের কর্মবিরতি, অবস্থান নিয়েছে শাহবাগে

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়ে শাহবাগ মোড়ে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সব হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। ভাতা বৃদ্ধির দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।

রোববার (২২ ডিসেম্বর) সকালে বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা। কর্মসূচিতে আবাসিক-অনাবাসিক ট্রেইনি চিকিৎসকরা অংশ নেন।

২৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে তাদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

আওয়ামী লীগ সরকারের আমল থেকেই তাদের এই আন্দোলন চলে আসছে জানিয়ে চিকিৎসকরা বলেন, ৩ বছর ধরে আমাদের এই আন্দোলন চলে আসছে। তখন জামাত-শিবির ট্যাগ দিয়ে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে।

এবার অন্তর্বর্তী সরকারের কাছে তারা ভাতা বৃদ্ধি করে দ্রুত প্রজ্ঞান দাবি করছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন ট্রেইন চিকিৎসকরা। 

বিআরইউ

Link copied!