Amar Sangbad
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫,

শাঁখারীবাজারে আতশবাজিসহ বিক্রেতা গ্রেপ্তার

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:৫৪ এএম


শাঁখারীবাজারে আতশবাজিসহ বিক্রেতা গ্রেপ্তার

আসন্ন থার্টি ফার্সট নাইট উপলক্ষ্যে পুরান ঢাকার শাঁখারিবাজারে আতশবাজি বিক্রির সময় একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত বিক্রেতার নাম সঞ্জিত ধর।

রোববার কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেন, রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আতশবাজি বিক্রেতাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের আতশবাজি (পটকা, তারাবাতি, ক্র্যাকারস, ঝরনা বাতিসহ চকলেট বোম, রকেট বোম) মোট ১৮ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক উপাদান উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।

মোহাম্মদ ইয়াসিন শিকদার আরও বলেন, আসন্ন থার্টি ফার্স্ট নাইট পালন উপলক্ষ্যে ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে এবং ডিসি লালবাগের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হচ্ছে এবং অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!